সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

ঈদ আয়োজনে ছোট পর্দায় পঞ্চম দিন

বিনোদন প্রতিবেদক / ২০৯ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪
ঈদ আয়োজনে ছোট পর্দায় পঞ্চম দিন

ঈদুল আজহা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। আসুন জেনে নেওয়া যাক আজ ঈদের পঞ্চম দিন কী থাকছে ছোট পর্দার আয়োজনে—

মাছরাঙা
রাত ৮টায় নাটক ‘বাড়ি থেকে পালিয়ে’। পরিচালনায় এল আর সোহেল। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘বার বি কিউ প্রেম’। পরিচালনায় হাসান রেজাউল। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৩০ মিনিট টেলিফিল্ম ‘কাপল অব দ্য ক্যাম্পাস’। পরিচালনায় ইমরোজ শাওন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা।

দীপ্ত টিভি
রাত ৭টায় নাটক ‘শিউলি ফুল’। পরিচালনায় এল আর সোহেল। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা। রাত ৮টায় নাটক ‘চাইল্ডিস্ট কাপল’। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী। রাত ১০টা ৫ মিনিটে নাটক ‘ভাই ভাই হোটেল’। পরিচালনায় সহিদ-উন-নবী। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, অনিক। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘জোনাকিরা এই শহরে আর জ্বলে না’। পরিচালনায় রাইসুল তমাল। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি।

এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘মোরগ পোলাও’। পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে মুশফিক ফারহান, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘যে ব্যথা অন্তরে’। পরিচালনায় সেরনিয়াবাত শাওন। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ডেঞ্জারাস বেয়াইন’। পরিচালনায় নয়ন। অভিনয়ে তামিম খন্দকার, রোদেলা মির্জা।

এনটিভি
দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বকুলের বিয়ে’। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, শাহনাজ খুশি, সোম্য, দিব্য। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘আয়নানামা’। পরিচালনা সহিদ-উন-নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ। রাত ৯টা ১৫ মিনিটে নাটক ‘বাঘ যখন বিলাই’। রচনা ও পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘জানোয়ার’। পরিচালনায় মাহমুদ হাসান রানা। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি, জারা জয়া।

চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ভালোবাসাটা গভীর’। পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া নদী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ভালোবাসা এমনই’। পরিচালনায় ফাইজুল কবির রথি। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি, আব্দুল্লাহ রানা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘যৌথ পরিবার’। পরিচালনায় ওমর ফারুক। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সফল খান, রিয়া মনি, মনিরা মিঠু। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘অনলাইন আপা’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে সাবিলা নূর, জুনায়েদ বোগদাদী।

আরটিভি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘হ্যাপি ফ্যামিলি’। পরিচালনায় মনির এইচ বাবু। অভিনয়ে শ্যামল মাওলা, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘কিছু গল্পের শেষ নাই’। পরিচালনায় গোলাম মুক্তাদির। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘তুই জীবন’। পরিচালনায় মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে মুশফিক আর ফারহান, আইশা খান। রাত ১১টায় নাটক ‘রিপু’। পরিচালনায় অলোক হাসান। অভিনয়ে মিশু সাব্বির, চাষী আলম, তানিয়া বৃষ্টি।

বৈশাখী
রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘বন্ধুত্ব নাকি প্রেম’। পরিচালনায় মাসরিকুল আলম। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল। রাত ৯টা ৫০ মিনিটে নাটক ‘জান আমার’। পরিচালনায় মুহাম্মদ মিফতাহ আনান। অভিনয়ে নিলয় আলমগীর, সাফা কবির। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘পাঁচ টন’। পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয়ে মাসুদ রানা মিঠু, ফারজানা আহসান মিহি, সহিদ-উন-নবী, আনন্দ খালেদ।

বাংলাভিশন
দুপুর ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘নরসুন্দরী’। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তানজিন তিশা, শরীফ সিরাজী। বিকেল ৫টা ২৫ মিনিটে নাটক ‘মন ভাগাভাগি’। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘টাউটের টোপ’। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘শাহী গরম মসলা’। পরিচালনায় জুবায়ের ইবনে বকর। অভিনয়ে চাষী আলম, মারজুক রাসেল, অনিক। রাত ১০টা ৪০ মিনিটে নাটক ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’। পরিচালনায় এল আর সোহেল। অভিনয়ে শাশ্বত দত্ত, ফারিণ খান। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘প্রেমের মরা জলে ডুবে না’। পরিচালনায় জুলফিকার শিশির। অভিনয়ে জাহের আলভী, সাথী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category