সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

কোপা আমেরিকায় জয় দিয়েই আর্জেন্টিনার শুরু

স্পোর্টস ডেস্ক / ১৭০ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪
কোপা আমেরিকায় জয় দিয়েই আর্জেন্টিনার শুরু

জয় দিয়েই কোপা আমেরিকার আসর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আলবিসিলেস্তারা। দলের হয়ে একটি করে গোলে করেন হুলিয়ার আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

ম্যাচের শুরু থেকেই বারবার আক্রমণে কানাডার রক্ষণভাগ কোণঠাসা করে রাখে মেসি, দি মারিয়ারা। এর মধ্যে বেশ কয়েকবার সহজ সুযোগও মিস করে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা।

প্রথমার্ধে কোন গোল না হলে সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ধার বাড়ায় স্কালোনির শিষ্যরা। এরই ফলে ম্যাচের ৪৯ মিনিটে গোলও পেয়ে যায় দলটি।

মেসির বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়ে যায় ম্যাক অ্যালিস্টার। সেখান থেকে আলভারেজকে দিলে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দিন তিনি। যদিও লিড দ্বিগুণ করার সুযোগ ছিল মেসির সামনে।

গোল কিপারকে একা পেয়েও একাধিক বার বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন মেসি। তবে বদলি হিসেবে নেমে ঠিক গোল আদায় করে নিয়েছেন মার্তিনেজ।

মেসির সরাসরি পাস থেকে ৮৮ মিনিট গোল করেন লাওতারো। এ ম্যাচের মধ্য দিয়ে টানা ৭ আসরে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন এলএমটেন। শুধু তাই না কোপা সর্বোচ্চ ৩৫ টি ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category