ভারতীয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’তে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মাঝে জনপ্রিয়তা পান অভিনেত্রী অভিকা গোর। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এখন নায়িকা হিসেবে সিনেমা, সিরিয়াল আর ওয়েব সিরিজে অভিনয় করছেন।
এই যে এত খ্যাতি অর্জন। এর মধ্যেও লুকিয়ে আছে কিছু যন্ত্রণা। নিজের নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার হতে হয়েছিল এ অভিনেত্রীকে। কাজের জন্যই কাজাখস্তান গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে এই ঘটনা ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
কাজাখস্তানে একটি অনুষ্ঠান করতে যান অভিকা। মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় একজন দেহরক্ষী তাকে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন। প্রথমটায় বুঝতে পারেননি অবিকা। দ্বিতীয় বার একই ঘটনা ঘটে। পেছন থেকে তাকে স্পর্শ করার চেষ্টা করেন তার নিরাপত্তাকর্মীদের একজন।
অভিকা গোর বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, কেউ একজন আমাকে পেছন থেকে স্পর্শ করেছিলেন। পেছন ফিরে দেখি, আমার নিরাপত্তারক্ষীরাই রয়েছেন। আমি যখন মঞ্চে যাচ্ছিলাম, ফের সেই অশালীন স্পর্শ। পেছনে ফিরতে ওই নিরাপত্তারক্ষীকেই দেখতে পাই। আমি ওই ব্যক্তির হাত চেপে ধরি। যখন ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললাম, ‘এটা কী হচ্ছে?’ তিনি ক্ষমা চেয়ে নেন। তখন আর কী-ই বা করতে পারতাম অচেনা দেশে। ভাষাও জানি না সেখানকার। ছেড়ে দিই তাকে।’
উল্লেখ্য, হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন অভিকা। কিছুদিন আগে ‘ক্যারিবিয়ান দৈত্য’ আন্দ্রে রাসেলের মিউজিক ভিডিও ‘লড়কি তু কামাল কি’তে দেখা যায় অভিনেত্রীকে। রাসেলের সঙ্গে গান গেয়েছেন পলক মুছল। সুর সাজিয়েছেন পলকের ভাই পলাশ মুছল। গানের কথা লিখেছেন তিনিই।