সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

শেষ ষোলোয় সবার আগে জার্মানি

স্পোর্টস ডেস্ক / ১৭০ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪
শেষ ষোলোয় সবার আগে জার্মানি

প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি। দ্বিতীয় ম্যাচে বুধবার (১৯ জুন) তারা হাঙ্গেরিকে হারাল ২-০ গোলে। এর ফলে প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে গেছে দলটি।

২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট জার্মানির। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হতে না পারলে গোল ব্যবধানের সুবাদে অন্তত তৃতীয় দল হিসেবে নকআউটে যাবে তারা।

বুধবার (১৯ জুন) স্টুটগার্টে প্রথম ১৫ মিনিটের মধ্যে বেশ কয়েক বার গোলের কাছে গিয়ে ব্যর্থ হয় জার্মানি ও হাঙ্গেরি। কিন্তু ২২ মিনিটে সুযোগ হাতছাড়া করেননি জামাল মুসিয়ালা। ইলকায় গুন্দোগানের অ্যাসিস্টে জার্মানিকে ১-০ গোলের লিড এনে দেন তিনি। ঠিক ২২ মিনিট পর আরও একটি গোল পেতে পারত তারা। কর্নারের বিনিময়ে সে যাত্রায় বেঁচে যায় হাঙ্গেরি। ফলে ১-০ গোলের স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় উভয় দল।

প্রথম গোলের যোগানদাতা গুন্দোগান জাল খুঁজে পান ৬৭ মিনিটে। দুই মিনিট পর জশুয়া কিমিখের শট বাইরে দিয়ে চলে যাওয়ায় ব্যবধান ৩-০ হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে তাদের, তবে সঙ্গে যায় ইউরোর নকআউটের টিকিট। ম্যাচসেরা হন গুন্দোগান।

এ নিয়ে ইউরোর ইতিহাসে চতুর্থ দল হিসেবে জার্মানি শুরুর দুই ম্যাচ জিতল। দুবার এমন কীর্তি আছে ফ্রান্সের, ১৯৮৪ সালের পর ২০১৬ সালেও নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছিল তারা। ১৯৬৪ সালে স্পেন ও ২০০০ সালে নেদারল্যান্ডসের এমন কীর্তি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category