সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

প্রথম ফ্লাইটে দেশে ফিরলো ৪১৭ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক / ২২২ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪
প্রথম ফ্লাইটে দেশে ফিরলো ৪১৭ হজযাত্রী

হজ ও কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে প্রথম ফিরতি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। আজ শুক্রবার ভোর পাঁচটা ৩৫ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। প্রথম ফিরতি হজ ফ্লাইটে মোট ৪১৭ জন যাত্রী দেশে ফিরেছেন। এই ফ্লাইটটি সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর ছেড়েছিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।

ঢাকার বিমান বন্দরে নামার পর ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দেশে নামার পর প্রত্যেক হাজির হাতে জমজমের পানির বোতলও তুলে দেওয়া হয় বলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান।

এসময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঞা, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের পরিচালক (গ্রাহক সেবা) হায়াত-উদ-দৌলা খাঁন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস পরিবহন করবে।

এ বছর বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২২৫ জন পবিত্র হজ পালন করেছেন। আগামী ২২শে জুলাইয়ের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category