মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

বারবার কারা নির্যাতনেই মাখনের অকাল মৃত্যু হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪
বারবার কারা নির্যাতনেই মাখনের অকাল মৃত্যু হয়েছে : রিজভী

বারবার কারা নির্যাতনেই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ভাসানটেক থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে তার ওপর সরকারের ভয়াবহ নিপীড়ন হয়েছে। একাধিকবার সে কারা নির্যাতিত হয়। এছাড়াও বারবার গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনও চলে তার ওপর।

শুক্রবার (২১ জুন) রাজধানীর ভাসানটেকে এলাকায় মরহুমের জানাজা শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমি কারাগারে গেলে তার সাথে দেখা হয়েছিল। তার ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল। আজকে তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানাজার নামাজে আরও অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, দপ্তরে সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, তারিকুল আলম তেনজিং, যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category